ফের দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দফতর
It is raining again in South Bengal, what is the report of the Meteorological Department

The Truth Of Bengal: বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জুন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে , আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই ঝড়ো হবার অবিষ্ট পাতার ফলে কিছুটা হলেও গরমের থেকে স্বস্তি পাবে রাজ্যবাসী । হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার পর কমতে পারে বৃষ্টিপাত। তবে এই বৃষ্টিপাত কমলে পরে আবারো দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। এছাড়াও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর , পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পাশাপাশি শুক্র ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে , বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সাধারণভাবে আকাশ মেঘলা থাকতে পারে। তবে সন্ধ্যের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , ও কোচবিহারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং এ ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৪০ ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।