রাজনীতিরাজ্যের খবর
Trending

‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না’বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের

We will not give citizenship even to a Trinamool person' Shantanu Thakur's explosive comment

The truth of bengal: ফের একবার বিজেপি নেতৃত্বের মন্তব্যে বিতর্ক রাজ্য রাজনীতিতে। বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। যেখানে তাকে বলতে শোনা যায় ”একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না’। এই ভাইরাল ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়,’ ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়।’একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

মঙ্গলবার ভোট প্রচারে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে এমন কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় শান্তনু ঠাকুরকে। ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলি। প্রচারের মাঝে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে গোটা বাংলা জুড়ে শুরু হয় CAA ও NRC। নাগরিকত্ব পাওয়ার আইন নিয়ে বিজেপি প্রার্থীর এমন বিস্ফোরক মন্তব্যকে সমর্থন করছেন না রাজনৈতিক মহলের একাংশই।

প্রসঙ্গত একাধিক সভায় CAA ও NRC নিয়ে রাজ্যবাসীকে কোনরকম সমস্যার সম্মুখীন না হওয়ার আশ্বাস দিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles