‘আমরা ভিক্ষা চাই না অধিকার চাই’ – কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী
'We don't want begging, we want rights' - why did the Chief Minister say this

Truth Of Bengal: রাজ্যের টাকায় আবাসের প্রথম কিস্তি। প্রথম কিস্তিতে বাড়ি তৈরির ৬০ হাজার টাকা করে উপভোক্তাদের হাতে দেওয়া শুরু হল। অর্থ প্রদানের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে এই অর্থপ্রদান কার্যক্রম শুরু করলেন মুখ্যমন্ত্রী। উপভোগ তাদের বাড়ি তৈরির জন্য মোট ২ কিস্তিতে টাকা দেবে রাজ্য।
প্রতি কিস্তিতে ৬০ হাজার টাকা করে মোট ২ কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে রাজ্য। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। মোট ১২ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির এই অর্থ পাবেন। অর্থ প্রদানের কর্মসূচি সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথা দিয়ে কথা রাখে রাজ্য। কেন্দ্রীয় সরকার কথা রাখেনি। বাংলার গরীব মানুষ কেন্দ্রীয় অর্থ থেকে বঞ্চিত হয়েছেন। কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ি তৈরির টাকা আটকে দিয়েছে। তিন বছর ধরে বাংলার গরীব মানুষ বঞ্চিত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন আমরা ভিক্ষা চাই না অধিকার চাই।
মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত তথ্য দেওয়া হয়েছে কেন্দ্রকে। তার পরেও কেন্দ্র বাংলার বাড়ি তৈরি টাকা আটকে রেখেছে। কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানান তিনি। শুধু বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে তা নয়, অন্যান্য বিভিন্ন প্রকল্পের টাকাও কেন্দ্র আটকে রেখেছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।