রাজ্যের খবর

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল, আহত ২৫

Water tank collapsed at Burdwan station

The Truth of Bengal:বর্ধমান স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বুধবার দুপুরে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকা একটি জলের ট্যাঙ্ক হঠাৎ করে ভেঙে পড়ে।

ট্যাঙ্ক ভেঙে পড়ার সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রী ও কর্মচারীরা আহত হন।আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা ২ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনার পর বর্ধমান রেল স্টেশনের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্যাঙ্ক ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। বর্ধমান রেলওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles