সারাবছর ধরে এলাকায় জমে জল, সমস্যা মেটানোর আশ্বাস প্রশাসনের
Water accumulates in the area throughout the year, administration assures to resolve the problem

Truth Of Bengal: সুমন আদক, হাওড়া: সারাবছর ধরে জমে থাকে জল। হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত লিলুয়ার ৩৩ নম্বর ওয়ার্ড যা পূর্বে ছিল হাওড়া পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ড। বিগত কয়েক বছর ধরে ওয়ার্ডের কুমোরপাড়া লেনের বাসিন্দারা নর্দমার পচা নোংরা জলে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, ওই লেন থেকে বালি পুরসভার ওয়ার্ড অফিস মাত্র পাঁচ মিনিটের পথ।
আর লিলুয়ার প্রশাসনিক ভবন লিলুয়া থানা কয়েক মিনিটের পথ। বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাননি তাঁরা। রবিবার সকালে কুমোরপাড়া লেনের বাসিন্দারা রাস্তা অবরোধ করে নিকাশি ব্যবস্থা ও জমা জল দূরীকরণের জন্য সরব হন। দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ তোলা হয়।
স্থানীয় বাসিন্দা আত্রিকা বন্দ্যোপাধ্যায় বলেন, এই এলাকা লিলুয়ার কুমোরপাড়া লেন। এখান দিয়ে প্রতিদিন স্কুলে যায় জুতো মোজা খুলে। স্কুলে যেতে হয় চটি পড়ে। আমাদের এই জল প্রতিদিন মাড়াতে হয়। আমাদের এখানে প্যান্ডেল তৈরি হচ্ছিল। মাঠে জল জমে গিয়েছিল। অনেক বছর ধরে এমন হচ্ছে। ইদানিং এখানে জল নামছে না। এখানে গ্রীষ্ম, বর্ষা, শীতে জল জমে থাকে। এখানে সবসময় জল জমছে। কেউ আসতে চাইছে না এখানে।
টিউশন টিচারেরা এখানে আসতে চাইছেন না। আমাদেরকে তাঁদের কাছে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। বিকল্প পথ খুঁজতে হচ্ছে। কিন্তু আমাদের জায়গায় কেউ আসতে চাইছে না। এই রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বাচ্চারা পড়ে যাচ্ছে।
এলাকার আরেক বাসিন্দা সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এই অবরোধ আমাদের আরও আগে করা উচিৎ ছিল। কিন্তু এলাকার মানুষ, স্কুলের ছাত্রছাত্রীদের, এখানকার স্বাস্থ্যকেন্দ্রের আসা রোগীদের, অসুবিধার কথা চিন্তা করে এমন ছুটির দিন অবরোধ করেছি। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।
সেই কারণে লিলুয়ার কুমোরপাড়া লেনের সকল বাসিন্দারা পথে নেমে পড়েছেন। রাস্তায় জমা জলের জন্য এলাকার মানুষজন চরম সমস্যায় পড়ছেন। এলাকার মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। সেই সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য আমরা আজকে অবরোধ করেছি।
তবুও মানুষের অসুবিধার কথা ভেবে রবিবার অবরোধ করেছি। বর্ষাকালে এই এলাকার মানুষ সাঁতার কাটে। গ্রীষ্ণকালে তাপপ্রবাহের সময়ও এখানে জল দাঁড়াচ্ছে। এখানে শুধু হাইড্রেন নয়, কোনও নর্দমা পরিষ্কার করা হয়না। এখানে আমরা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। এদিন প্রশাসনিক কর্তারা ছুটে আসেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।