রাজ্যের খবর

সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে উল্টো হেঁটে মানুষকে বার্তা দিতে পদযাত্রা

Green world

The Truth of Bengal: সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে উল্টো হেঁটে মানুষকে বার্তা দিতে পদযাত্রা শুরু করেছেন সঞ্জীব দাস। দার্জিলিং থেকে গঙ্গাসাগর ৯৩০ কিলেমিটার উল্টোযাত্রায় ব্রতী হয়েছেন ৬৫ বছর বয়সী ওই প্রৌঢ়। হুগলি জেলার ত্রিবেণী এলাকার বাসিন্দা তিনি।  এর আগেও ২০২১ সালে গঙ্গাদূষণ নিয়ে সম্মুখ দিকে হেঁটে ২০১০ কিলোমিটার হেঁটে যাত্রা সম্পূর্ণ করেন। সবুজ পৃথিবী গড়ার স্বপ্নে মানুষকে সচেতনতার বার্তা  দিতে পদযাত্রা শুরু করেছেন  ৬৫ বছরের এক প্রৌঢ় সঞ্জীব  দাস। তবে সোজা হেঁটে নয় উল্টো পথে হেঁটেই তিনি সেই লক্ষ্য পূরণ করবেন বলে ব্রতী হয়েছেন।  দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৯৩০ কিলোমিটার পদযাত্রা করবেন বলে লক্ষ্যমাত্রা স্থির করেছেন।

৬৫ বছরের প্রৌঢ় সঞ্জীব দাস হুগলি জেলার ত্রিবেনী এলাকার বাসিন্দা। তবে তিনি এই প্রথম নয় এর আগেও গঙ্গাদূষণ নিয়ে মানুষকে সচেতনার বার্তা দিয়েছিলেন। তবে সেবার উল্টো পথে নয় সোজা পথে হেঁটে যাত্রা সম্পূর্ণ করেন। উত্তরাখণ্ডের গঙ্গার উৎপত্তিস্থল  গোমুখ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত ২০১০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করেন তিনি। তবে এবারে উল্টো পথে হাটার যে লক্ষ্যমাত্রা নিয়েছেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে আর মাত্র ৩৭ কিলোমিটার পথ হাঁটা বাকি রয়েছে তারঁ।

সঞ্জীব দাস সবুজ পৃথিবী গড়ে তুলতে, দেশবাসীকে প্লাস্টিক মুক্ত সবুজ পরিবেশ উপহার দেওয়ার জন্য উল্টো হেঁটেই জনগণকে সেই বার্তা তুলে ধরতে চাইছেন।  উল্টোভাবে হাঁটার জন্য পিছনে একটি আয়না ব্যবহার করেছেন, সেই আয়নার মাধ্যমে পিছনের রাস্তা দেখে কিলোমিটারের পর কিলোমিটার পথ অতিক্রম করে চলেছে ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তি একসময় আইটিসিতে কর্মরত ছিলেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পৃথিবীরে সুন্দর ভাবে গড়ে তোলার কাজে ব্রতী হয়েছেন। তবে কতদিনে তিনি তাঁর উল্টো পদযাত্রা সম্পূর্ণ করেন সেটাই এখন দেখার।

Related Articles