রাজ্যের খবর

ঘুম ভাঙতেই সামনে গজরাজ! তারপর যা হল…

Waking up in front of Gajraj! Then what happened...

The Truth Of Bengal : জলপাইগুড়ি : নিজের ঘরের মধ্যে শুয়ে ছিলেন ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকার যুবক রুপেশ ওরাওঁ। ঘর থেকে বের হতেই বুনো হাতির সামনে পড়ে যায় সে। হাতিটি ওই সময় তাকে শুঁড় দিয়ে জোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে ওই এলাকা থেকে টেনে বের করে দূরে নিয়ে যায়। এতেই প্রাণে বেছে যায় যুবকটির। যদিও গুরুতর জখম হয় সে। খবর পেয়ে রাত্রেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে আহত অবস্থায় রূপেশকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।

বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে মঙ্গলবারি বস্তি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় আড়াইটা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবারি বস্তি এলাকায়। হাতিটি এলাকার রূপেস ওরাওঁ সহ বিপুল ওরাওঁ ও দিনেশ ওরাওঁ এর ঘর ভেঙ্গে দেয়। সাবার করে মজুদ খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রানে বাঁচেন। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এলাকায় হাতির হানা রুখতে বনদপ্তরের তরফে টহলদারি করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, আহত ব্যক্তিকে রাত্রেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে।

Related Articles