লোকসভা নির্বাচনের আগে ঝোপের মধ্যে উদ্ধার ভোটার কার্ড, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
Voter cards recovered in bushes ahead of Lok Sabha elections, heavy police force at the scene

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা। ঝোপের মধ্যে থেকে উদ্ধার কয়েক ব্যাগ ভোটার কার্ড। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঝোপের মধ্যে থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদীয়ার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর রাজ্য সরকারের একদম পাশে রয়েছে ঝোপঝাড়, তার মধ্যে থেকে উদ্ধার হয় কয়েক ব্যাগ ভোটার কার্ড। ঘটনার খবর পেতেই ছুটে আসে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী, এরপর এই ভোটার কার্ডগুলি কোথা থেকে কিভাবে এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের কাছ থেকে।
স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ভোটার কার্ড গুলি এ রাজ্যের নয়, ভিন্ন রাজ্যের। তবে কিভাবে এই ভোটার কার্ড গুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।
FREE ACCESS