রাজ্যের খবর

প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে বর্ধমানের পথে স্বেচ্ছাসেবীরা

Volunteers on the way to Burdwan to build a plastic-free society

Truth Of Bengal: প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ফের পথে নামলো বর্ধমানের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার টাউনহল থেকে কোর্ট কম্পাউণ্ড পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয়।

র‍্যালির শেষে কার্জন গেটের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ধমান সদর প্যাড়া মিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রণয় মজুমদার বলেন, “এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হলে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তেই হবে। পাশাপাশি গাছ লাগানো এবং জলাশয় গুলিকে পুনরায় জীবন্ত করে তোলা জরুরী।

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ রেখে যেতে। কিন্তু এখনও পর্যন্ত প্লাস্টিকমুক্ত সমাজ গঠনে আমরা সম্পূর্ণভাবে সফল হইনি। তাই আবারও পথে নেমেছি এই আন্দোলনকে আরও জোরদার করতে”। এই উদ্যোগে স্থানীয় মানুষজনেরও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে একটি পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

Related Articles