গুলি চালিয়ে ভলিবল খেলার সূচনা, ভাইরাল ভিডিও-তে শোরগোল
Volleyball game begins with shooting, viral video

Truth Of Bengal: মালদায় গুলি চালিয়ে সূচনা করা হল ভলিবল খেলা। সেই ভিডিও সামাজমাধ্যমে রীতিমত ভাইরাল। মালদার মানিকচক থানার নুরপুরের একটি ক্লাবের উদ্যোগে ভলিবল খেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই খেলার সূচনার সময় শূন্যে মোট চার রাউন্ড গুলি চালানো হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে নানা মহলে।
গুলি চালিয়ে ভলিবল খেলার সূচনা, ভাইরাল ভিডিও pic.twitter.com/Y31J4Q6U1z
— TOB DIGITAL (@DigitalTob) January 24, 2025
মানিকচকের নুরপুর এলাকার টিপটপ ক্লাব এন্ড লাইব্রেরী কর্তৃপক্ষের উদ্যোগে নুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর ভিডিও সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে পর পর চার রাউন্ড গুলি চালানো হয়। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তিপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ।