নদীগর্ভে তলিয়ে গেছে বাড়ি, পুনর্বাসনের আর্জি গ্রামবাসীদের
Villagers seek rehabilitation after house submerged in river

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় প্রায় কয়েক বছর ধরে নদী ভাঙনের জর্জরিত এলাকার মানুষ। বঙ্গোপসাগরের করালগ্রাসে কয়েক বছর ধরে বহু মানুষ ভিটেবাড়ি খুইয়ে ঘর ছেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৮ বার বিভিন্ন বাঁধ তৈরি করা হয়েছে। কয়েক মাসের মধ্যে সেই বাঁধ আবার নদীগর্ভে তলিয়ে গেছে। ইতিমধ্যে প্রয়োজন পড়েছে আবারও গোবর্ধনপুরে নদী বাঁধ সংস্কারের। তাহলে হয়তো গোবর্ধনপুর এর কিছু মানুষকে রক্ষা করা যাবে।
সেই কথা চিন্তা করে এলাকার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানার তত্ত্বাবধানে রিংবাঁধ তৈরি করার জন্য প্রশাসনিক বৈঠক হয়। আলোচনায় ইতি পূর্বে যে সমস্ত বাড়িগুলি নদীগর্ভে তলিয়ে গেছে, এছাড়া যে দু একটি ঘর এখনো বর্তমান আছে তাদের পুনর্বাসন দিতে হবে বলে অসহায় মানুষরা প্রশাসনের কাছে দাবি রাখে। বিধায়ক তাদের পুনর্বাসনের কথা চিন্তা করবেন বলে তাদেরকে আশ্বাস দেন। সেই সঙ্গে যাদের জায়গার কাগজপত্র আছে কাগজপত্র জমা করার কথা বলেন।
সেখানেই সমস্যায় পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাদের দাবি বর্তমানে যে জায়গাটি ভাঙছে ওই জায়গাটি বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় ৪০ -৫০ বছর বসবাস করলেও তাদের কোনো কাগজপত্র নেই। তাহলে তাদের কী হবে? বিধায়ক বা প্রশাসনের কাছ থেকে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে পাওয়া না গেলেও তাদের কথা চিন্তা করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। তবে এই আশ্বাসে ভুলতে রাজি নয় এলাকার মানুষ। তারা প্রকৃত মাথা গোঁজা ঠাঁই চায় বলে দাবি করেন।
আপাতত চিন্তা ভাবনা প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এটি ঋণ বা তৈরি করা হবে, যা কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মহাকুমা শাসক মনোরঞ্জন মন্ডল বিডিও পাথরপ্রতিমা শেখ ইসরাইল গোবর্ধনপুর থানার ওসি, এলাকার ci ও এলাকার মানুষ জন।