জল জমার জেরে হাওড়া জগাছা বিডিও অফিসে গ্রামবাসীদের বিক্ষোভ
Villagers protest at Howrah Jagacha BDO office due to water logging

Truth Of Bengal: বেহাল নিকাশি ব্যবস্থা বৃষ্টির জল নামছে না বাড়ির ভিতরে জল জমে থাকছে চামরাইলের বেশকয়েকটি গ্রামে। বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই এমনটা হয়েছে বলে এবার অভিযোগ তুলে বালি জগাছা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
তাদের অভিযোগ, গ্রামগুলিতে প্রচুর বেআইনি কারখানা গড়ে ওঠার জন্য নিকাশি নালা বুজে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার বার প্রশাসনকে এই সমস্যার কথা জানিয়েও কোনও ফল হয়নি। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার গ্রামবাসীরা বালি জগাছা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। চামরাইল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বলেন যে কারখানা গুলো হচ্ছে বেআইনি তার জন্য ঘরে এক কোমর জল ঢুকে যাচ্ছে।
এদিনই চামরাইল গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে বিডিও-র একটি বৈঠক ছিলো। বৈঠক করার পাশাপাশি বিডিও-র কাছেও তাঁরা এই সমস্যার কথা তুলে ধরেন। এই প্রসঙ্গে বালি-জগাছার বিডিও সঞ্জয় কুমার গুছাইত বলেন, ‘‘চামরাইল গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে একটি বৈঠক ছিলো। সেই বৈঠকে এই ধরনের সমস্যার কথা তাঁরা বলেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’’ এখন দেখার এই সমস্যা সমাধান হয় নাকি?