রাজ্যের খবর
ভোটের আগেই কেশপুরে তৃণমূলের বিজয় মিছিল
Victory march of Trinamool in Keshpur before the polls

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- শনিবারে ষষ্ঠ দফার ভোট ঘাটালে। তার আগে শেষ প্রচারের দিন বৃহস্পতিবার কেশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল।
ভোটের আগেই বিজয় মিছিলে মেতে উঠলো কেশপুর এর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেশপুরের তৃণমূল কংগ্রেস নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের দলনেতা মোহাম্মদ রফিক জানান, এটাই তো কেশপুর!
আমরা ভোটের আগেই বিজয়ী উৎসব পালন করি। কারন আমরা জানি কেশপুর থেকে দেবকে এক লক্ষেরও বেশি ভোটে লিড দেবো। আমরা ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষের পাশে থাকি, তাই আমাদের ভোটের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় না।
গোটা ঘাটাল জুড়ে ৬০০ থেকে ৭০০ লোক জোগাড় করতে পারবেনা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। কেশপুরে তাই আমরা ভোটের আগেই বিজয় উল্লাস পালন করছি।