রাজ্যের খবর

মহিলাদের সৃষ্টি সম্ভারকে ক্রেতাদের দুয়ারে পৌঁছে দিতে অনন্য উদ্যোগ

Unique initiative to bring women's creations to the doorsteps of consumers

Truth Of Bengal: রাজ্যের নারীদের ক্ষমতাবান করে তোলার লক্ষ্যে অভিনব প্রয়াস নিল শহরের উদ্যোগী সংস্থা। মহিলাদের সৃষ্টির সম্ভারকে ক্রেতাদের দুয়ারে পৌঁছে দিতে অনন্য উদ্যোগ মহুয়া সরকারের ত্রিধারা গ্রুপ ও ঝুমার গ্রুপের। হোম ব্রান্ডদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তাঁরা কাজ করছে।

এরমাঝে লেকগার্ডেনে ৩ দিনের একটি বিশেষ প্রদর্শনী বা এক্সিবিসনের আয়োজন করেছে। ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত আয়োজন করা হয়েছে এই এক্সিবিশনের। ফাল্গুনি সঙ্ঘে আয়োজন করা হয়েছে কুকিং কম্পিটিশন থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত নানা সামগ্রী রয়েছে এখানে।

কাপড়ের কারুকার্য থেকে বেতের ঝুরির দোকান, জামাকাপড় সহ নানান উপকরণ রয়েছে এই প্রদর্শনীতে। সুন্দরবনের দিশা গ্রুপ মধু সহ নানা প্রাকৃতিক উপাদান শহরবাসীর সামনে তুলে ধরার জন্য এগিয়ে এসেছে। এক্সিবিসন টি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে।

Related Articles