রাজ্যের খবর

অস্বাভাবিক মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Unexpected death of a higher secondary examinee

The Truth Of Bengal : অস্বাভাবিক মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রের । মৃত ছাত্রের নাম প্রতিম দাস । সে মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র । ছোট থেকেই সে মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিলেন ।

পরিবার সূত্রে খবর, প্রীতম পড়াশোনা করত মুরালিপুকুর হাই স্কুলে। ছোট থেকে বিশেষভাবে সক্ষম সে। তবে মনের জোড় ছিল বরাবর অটুট। মেধাবী ছেলেটার পড়াশোনার প্রতি ভাল লাগা ছিল বরাবর। তাই শারীরিক প্রতিবন্ধকতা কখনও বাধা হতে পারেননি কোনও কাজেই।

মঙ্গলবার ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করে প্রীতম। তড়িঘড়ি নিয়ে আসা হয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোক জন।

Free Access

Related Articles