সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে খুন, আটক বৌদি ও ভাইপো
Uncle killed over property dispute, grandmother and nephew arrested

Truth Of Bengal: ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম, হানেফ মন্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। এরপর বুধবার সকালে জমি নিয়ে মৃত হানেফ মন্ডলের সাথে ঝামেলা শুরু হয় তার দাদার পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুর মন্ডল ও তার মা আজিফা মন্ডল হানেফ মন্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার উপরে চড়াও হয়।
এরপর তাকে মাটিতে ফেলে ইট ও হাতুড়ি দিয়ে আঘাতও করে। তাদের মারে হানেফ মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানে ডাক্তার হানেফকে মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে হানেফের পরিবার। তারা অভিযুক্তদের শাস্তির দাবি করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইয়ানুর মন্ডল এবং তার মা আজিফা মন্ডলকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ।