রাজ্যের খবর
Trending

পাচারের আগেই আটক দুটি গরু বোঝাই ট্রাক, গ্রেফতার ৬

Two trucks loaded with cows were seized before being smuggled

The Truth Of Bengal : ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশের হাতে আটক দুটি গরু বোঝাই  ট্রাক। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ক্যান্টিনার ট্রাক আটক করে এবং ট্রাকগুলোতে মোট ১০৩টি গরু উদ্ধার হয়  চালক এবং পাচার চক্রের মোট ৬ জনকে পুলিশের গ্রেফতার করেছে বলে জানা যায়।

মিহিজাম থানার বড়োসড়ো সাফল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  ঝাড়খন্ডের মিহিজাম থানানর পুলিশ কানগৈ এলাকার ন্যাকা পৈয়েন্টের কাছে এই দুটি গরু বোঝাই ক্যান্টিনার ট্রাক দুটি আটক করে গ্রেফতার করে চালক খালাশী সহ পাচার চক্রের দুই জন মোট ছয়জন কে গ্রেফতার করে।

পুলিশ মামলা রুজু করে তদন্ত করছে। বলতে গেলে গরুপাচার চক্রের রাশটানতে সক্রিয় ভূমিকা দেখা গেলো ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশের।

 

FREE ACCESS

Related Articles