রাজ্যের খবর

লোহা পাচারের অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা

Two Trinamool leaders arrested on charges of iron smuggling

Truth Of Bengal: দুর্গাপুরে লোহা পাচারের অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় ব্লকের সহ-সভাপতি এবং অপরজন ওই ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী এবং তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি রিন্টু পাঁজা ও প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দী দীর্ঘদিন ধরে বেআইনি লোহা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সতর্কবার্তার পর বৃহস্পতিবার রাতেই তাঁদের থানায় ডেকে আনা হয়। শুক্রবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার নবান্ন থেকে বেআইনি বালি ও কয়লা পাচারসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, রাজনৈতিক রং না দেখে অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। এর পরেই দুর্গাপুরে এই তৎপরতা দেখা যায়।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকলে দলের পক্ষ থেকে কোনও সমর্থন মিলবে না। দলের রাজ্য নেতা ভি শিবদাসন দাশু বলেছেন, ‘‘যদি কোনও নেতা অবৈধ কাজে যুক্ত থাকেন, তবে তার দায় সম্পূর্ণ তাঁর। পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। দল এতে কোনওভাবেই যুক্ত নয়।’’

অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে নাটক বলে অভিহিত করেছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেছেন, ‘‘রাজ্য সরকার দুর্নীতি ঢাকতে আইওয়াশ করছে। তৃণমূল নেতাদের গ্রেফতার করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে।’’

ধৃতদের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানান, ‘‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।’’

Related Articles