রাজ্যের খবর

রায়গঞ্জে জোড়া খুনে চাঞ্চল্য এলাকায়, আটক ১

Two murders in Raiganj in Chanchalya area, one arrested

The Truth Of Bengal: রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে জোড়া খুন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। আটক এক সন্দেহজনক।

সূত্রের খবর, রায়গঞ্জ পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া পীরপুকুরের পাশে তপন দে নামে এক ব্যাক্তি মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। তার মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে পরীক্ষা দিতে বেরিয়ে যাওয়ার পর তপন একা বাড়িতে থাকায় কেউ বা কারা এসে খুন করে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ বাহিনী রক্তাক্ত অবস্থায় তপনবাবু ছাড়াও আরও এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুক শেরপা পৌঁছান। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বাড়ির মালিক তপন দে ছাড়াও আরো একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কি কারনে খুন? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক সন্দেহজনক কে আটক করা হয়েছে।

Free Access

Related Articles