রাজ্যের খবর

শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, শান্তির বার্তা পুলিশ কমিশনারের

Two groups clash in Siliguri's ward number 4, Police Commissioner sends message of peace

Truth Of Bengal: শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডে পরপর দুইদিন ধরে ছড়িয়েছে উত্তেজনা। শনিবার রাতে চরক ভক্তদের ওপর হামলার অভিযোগে শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, দুষ্কৃতীরা চরক ভক্তদের ওপর হামলা চালায়, যার ফলে দু’জন আহত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হন। ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা, পাশাপাশি বিক্ষোভও দেখানো হয়।

কিন্তু উত্তেজনা থামার আগেই রবিবার রাতেও ফের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযোগ, মদ্যপ যুবকদের একটি দল আবারও চরক ভক্তদের ওপর হামলা চালালে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে। শুরু হয় হাতাহাতি, এমনকি ইটবৃষ্টিও। এই ঘটনার  খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির এবং শিলিগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর এবং অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। টহলদারি চালানো হয় গোটা এলাকায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানান পুলিশ কমিশনার।

তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, “গুজবে কান দেবেন না। পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ যাতে অপ্রীতিকর কিছু না করে, তারজন্য পুলিশ সতর্ক রয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে খবর। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। শান্তি বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

Related Articles