রাজ্যের খবর
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক , আহত তিন
Two drivers dead, three injured in head-on collision between two bikes

The Truth Of Bengal : আবারও গতির বলি দুই বাইক চালক। মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত হয় আরো ৩ জন।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলঙ্গিতে।
স্থানীয় সূত্রে জানা যায় বেপরোরা ভাবে চলছিল এই দুই বাইক । আর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি । স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে আসে ।
পাশাপাশি তারা পুলিশে খবর দেন৷ খবর পেয়েই ছুটে আসে পুলিশ৷ এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Free Access