রাজ্যের খবর
বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে দুর্ঘটনা, গুরুতর ভাবে জখম দুই শিশু
Two children were seriously injured in the accident of electricity connection

The Truth Of Bengal : সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বরপাড়া বাগানপাড়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সংযোগের তারে ছিড়ে দুর্ঘটনা। গুরুতর ভাবে জখম দুই শিশু। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ বিকেল চারটে নাগাদ বাগানপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলার সময় ওপর দিয়ে যাওয়া বিকট শব্দে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সংযোগে তারে হটাৎই আগুন লাগে।
ফলে সেই তারটি ছিড়ে অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে ও তলার মাটিতে আগুন স্পর্শ করলে গুরুতরভাবে পুড়ে যায় দুটি শিশু। আফসার আলী (১৫) ও মোঃ আফতাব (৮)।
ওই অবস্থায় এলাকার মানুষজন তড়িঘড়ি দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করায়। দুজন কার অবস্থায় আশঙ্কাজনক।
FREE ACCESS