রাজ্যের খবর

চার বছরের শিশুকে চুরি করার অভিযোগ টিউশন মাস্টারের বিরুদ্ধে

Tuition master accused of stealing 4-year-old child

Truth Of Bengal:  নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে চার বছরের বাচ্চাকে চুরি করার অভিযোগে টিউশন  মাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত টিউশন মাস্টার সহ পাঁচ জনকে গ্ৰেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

শিশুর পরিবারের আছে তার বাবা, মা ও নয় বছরের এক দিদি। বাবার চা দোকান ও মা গ্ৰামেগ্ৰামে রুটি ফেরি করে সংসার চালান। প্রতিদিন সকালের মত গতকালও বাবা , মা ব্যবসার কাজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। সেই সুযোগেই ছোট্ট বাচ্চাটিকে চুরি করা হয়। বাড়িতে বড়রা না থাকায়, সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার ভোর বেলা পড়ানোর নাম বাড়িতে ঢোকে। ঘরের মধ্যে ঢুকে  নয় বছরের মেয়েটির হাতে দড়ি দিয়ে বেঁধে দেয় ওই মাস্টার। এরপর চার বছরের বাচ্চাকে মুখে কাপড়  ঢুকিয়ে তাঁকে নিয়ে পালায় অভিযুক্ত,। পরে এলাকায় জানাজানি হতে, মেয়ে টি সব ঘটনা বলে দেয়।

পথে যেতেযেতে নন্দীগ্রাম দুই ব্লকের ঘোল পুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালায় ধৃত । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার সহ পাঁচজনকে ধরে পুলিশ। জানাগেছে টিউশন মাস্টারের মা ব‌উ ও এই ঘটনায় জড়িত। পাঁচ জনের মধ্যে এক নার্সিং ছাত্রী ও আছে। আগামীকাল কোর্টে তোলা হবে অভিযুক্তদের।

 

Related Articles