রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল ঝাড়খণ্ড সীমানা! দাঁড়িয়ে পণ্যবাহী গাড়ি, বিপাকে চালকরা

trucks stand still as mamata banerjee orders to close jharkhand border

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : বারবার মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় পরিদর্শন গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ডিভিসির উপর যেভাবে আলোচনা ছাড়াই গোটা দেশের জল রাজ্যে ঢুকছে তাতে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। এর ফলে বন্যার সম্মুখীন হতে হচ্ছে নদীর তীরবর্তী এলাকা থাকা বসবাসকারীদের।

পূজার আগে এরকম ঘটনাকে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি বন্যা কবলিত এলাকা থেকে বলেন, ঝাড়খন্ড, বীরভূমসহ একাধিক রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। তারপরেই জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল রাত থেকে বন্ধ করে দেওয়া হল ঝাড়খন্ডের সঙ্গে বীরভূমের যোগাযোগের সমস্ত রাস্তা। রাস্তা মোহাম্মদ বাজার রাজনগর, চন্দ্রপুর, লোকপুর, আগরতলা, মুরারয়, নলহাটি, রামপুরহাটের সাথে ঝাড়খণ্ডের যোগাযোগের রাস্তা সিল করল বীরভূম জেলা পুলিশ।

সিমলা থেকে আসছে আপেল, পাঞ্জাব থেকে আসছে নাসপাতি, দিল্লি থেকে সেনা ক্যাম্পের জন্য প্যাকেটবন্দি খাবার। সব আটকে আছে ১৯ নম্বর জাতীয় সড়ক ডুবুডি চেকপোস্টে। বৃহস্পতিবার সন্ধে থেকে আটকে আছে জরুরি পরিষেবার গাড়িও। রাতেই ডুবুডি চেকপোস্টে ছুটে আসেন ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা জানতে চাইলে বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিল করা হয়েছে।

কারণ বারবার মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিল যে আলোচনা ভিত্তিক ভাবে ধাপে ধাপে জল ছাড়া কথা ডিবিসি গুলিকে কিন্তু এবার সেই তো না করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই ইচ্ছামতন জল ছেড়ে দেওয়াতে ব্যাপকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা। আর তাই হোক প্রকাশের বীরভূম জেলার একাধিক ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হল।

Related Articles