বাইপাসে উল্টে গেল ট্রাক, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
Truck overturns on bypass, commuters in extreme distress

Truth Of Bengal: বাইপাসে উল্টে গেল ট্রাক। রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায় পাটের দড়ি বোঝাই একটি ট্রাক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে, সাদার্ন বাইপাসের খাসমল্লিকের কাছে। এদিন এই ঘটনাটি ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটে ওই এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, একটি ১৬ চাকার বড় ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার বাঁদিকে সরে যায় ট্রাকটি। রাস্তার ধারে রাখা ছিল ইট, বালি সহ ইমারতি দ্রব্য। সেই ইটে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি। আরও জানা যায়, এদিন ট্রাকটি নদীয়া থেকে জয়নগর যাওয়ার জন্য আসছিল। সেইসময় ওই চালক একাই ছিলেন। ঘটনায় কেউ হতাহত হননি।
ওই রাস্তায় একাধিক স্কুল রয়েছে। বর্তমানে ওই পরীক্ষাও চলছে স্কুলে। ওই এলাকায় গাড়িটি উল্টে যাওয়ার ফলে রাস্তা আটকে যায়। ফলে চরম সমস্যায় পড়েন ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা। এরপর এই ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ এসে পৌঁছায়। পাশাপাশি পথ চলতি গাড়ি বাইপাসের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।