রাজ্যের খবর

গণেশের মাথায় হাতে ফোটানো হয়েছে সিরিঞ্জ, গণেশ চতুর্থীতে কী বার্তা দিলেন শিক্ষক!

Anti drug campaign

The Truth of Bengal: সামাজিক সচেতনতার লক্ষ্যে গণেশ চতুর্থির দিনে অভিনব কৌশল নিলেন ত্রিপুরার এক শিক্ষক। সমীরণ দে, ত্রিপুরার এক সরকারি স্কুলের শিক্ষক। দীর্ঘ ২৫ বছর ধরে স্কুল শিক্ষকতার পাশাপাশি মূর্তিও তৈরি করেন তিনি। এবারে তিনি গণেশপুজোর দিনেই মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তির মধ্যে রেখেছেন একাধিক সিরিঞ্জ। স্কুল শিক্ষক জানিয়েছেন আজকের যুবসমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে উঠছে তার বিরুদ্ধেই সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ।

স্কুল শিক্ষক সমীরণ দের কথায়, গত ২৫ বছর ধরে আমি মূর্তি তৈরি করে যাচ্ছি। প্রতিবারেই আমি এই মূর্তি তৈরির মাধ্যমে সামাজিক বার্তা দিয়ে থাকি। এবারে আমার বার্তা সেই সমস্ত যুবসমাজের প্রতি, যাঁরা মাদকাসক্ত হয়েছেন। আমার লক্ষ্য ড্রাগমুক্ত সমাজ গড়ে তোলা।

অতি সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী  মানিক সাহা জানিয়েছিলেন নারকোটিক ড্রাগ অ্যান্ড  সাইকোট্রপিক সাবস্টেন্সেস বা এনডিপিএস মামলায় গত তিন বছরে ২১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরেই স্কুল শিক্ষকের এই বার্তা অনেকটাই গুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে মাদক নেওয়ার প্রবণতা ৭০ শতাংশ বেড়েছে। বর্তমানে ভারতের ১০ কোটি মানুষ মানুষ মাদকাসক্ত। আর মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধের মাত্রা। স্কুলশিক্ষক সমীরণ দের দাবি, এখনই সমাজের সমস্ত স্তরে যদি মাদকের কুপ্রভাব নিয়ে সচেতনতা আনা না যায়, তাহলে, একটার পর একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। হারিয়ে যাবে যুবসমাজ।

Related Articles