রাজ্যের খবর

এক শিল্প এক ইউনিয়ন-এর লক্ষ্যেই কাজ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন: ঋতব্রত

Trinamool workers' organization will work towards the goal of one industry, one union: Ritabrata

Truth Of Bengal: পিন্টু প্যাটেল: বর্ধমান: তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় আসার পর শ্রমিক সংগঠনে রদবদল করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের সংগঠনের সভাপতির দায়িত্বে প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে বেশ কিছু পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল।

যার মধ্যে ছিল, একটি শিল্প ক্ষেত্রে একটি মাত্র ইউনিয়নকেই স্বীকৃতি দেওয়া হবে। সকল সদস্যকে দলের অনুমোদন পাওয়া ইউনিয়নের অধীনেই কাজ করতে হবে। এ বার দলের নেওয়া সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে পদক্ষেপ করলেন ঋতব্রত।

প্রথম পদক্ষেপ হিসেবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়নগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু করে দিলেন। বছরের শেষ মাসে পথচলা শুরু করেছে আইএনটিটিইউসি-র অধীনে থাকা ‘তৃণমূল শ্রমিক ইউনিয়ন’।

কার্যত পূর্ব বর্ধমান জেলা INTTUC র উদ্যোগে মিলন উৎসব অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়,মন্ত্রী স্বপন দেবনাথ, যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা সভাপতি সন্দ্বীপ বসু প্রমুখ।

Related Articles