রাজ্যের খবর
Trending

তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস ! থানায় অভিযোগ দায়ের অসহায় মহিলার

Trinamool leader's scandal exposed! The helpless woman filed a complaint at the police station

The Truth Of Bengal: এক বা দুই বছর নয়, বারোটা বছর ধরে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখেছিলেন আকাশ সিং নামের এক তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ। তবে, ওই মহিলার সঙ্গে বিবাহে আপত্তি তোলায় এবার সেই অভিযোগে পুলিশ দ্বারস্থ হলেন ওই মহিলা। সূত্রের খবর অনুযায়ী, আকাশ সিং নামের ওই তৃণমূল নেতার বাড়ি বর্ধমানের পাশিখানা এলাকাতে। তার বিরুদ্ধে অভিযোগ তুলে মহিলা জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, কিন্তু এখন বিয়ে করতে বলায় আকাশ সিং রাজি হচ্ছেন না।

বৃহষ্পতিবার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আকাশ সিং নামক ওই তৃণমূল নেতা গত ১০-১২ বছর ধরে তার সঙ্গে ভালবাসার নাটক করে গেছেন। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন। ওই মহিলার অভিযোগ, যখন তিনি বিয়ে করতে চেয়েছিলেন, তখন ওই তৃণমূল নেতা আত্মহত্যা করে নেওয়ার ভয় দেখাত। আর এখন সে অন্য কাউকে বিয়ে করছে কীভাবে ? সেই প্রশ্নই তুলেছেন ওই অভিযোগকারী মহিলা। পাশাপাশি, তার এও অভিযোগ, বিয়ে করার কথা বলায় তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে ওই তৃণমূল নেতা।

প্রসঙ্গত, আকাশ সিং বর্ধমানে তৃণমূল কংগ্রেসের একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা। এর আগেও দেখা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। যদিও পরবর্তীতে, কানেকশন খাটিয়ে জেল থেকে বেরিয়েও এসেছেন তিনি। তবে, মহিলার অভিযোগের ফলে, তৃণমূল নেতার কুকীর্তি ফাঁসে যে চাপে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তা বলাবাহুল্য।

Related Articles