ভিন রাজ্যের তিন যুবক পিটিয়ে মারল তৃণমূল নেতাকে
Trinamool leader beaten to death by three youths from Vine state

The Truth Of Bengal : পিটিয়ে মারা হল তৃণমূল নেতাকে। পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার ঘটনা। নিহত তৃণমূল নেতার নাম প্রতুল মাহাতো। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার বেড়াদা গ্রামে। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করতেই তাঁকে প্রাণ হারাতে হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের তিন যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করেছিলেন ওই তৃণমূল নেতা। তার জেরে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারা হয় তাঁকে। ঝাড়খণ্ডের তিন যুবকের মারে জখম তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের তিন যুবককে আটক করে তাদের গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বরাবাজার থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে বরাবাজারে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ঘটনার সময় তৃণমূল নেতার রক্ষী সঙ্গে ছিলেন না। ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় তাঁকে সাসপেন্ড করেছে পুরুলিয়া জেলা পুলিশ। ঘটনার পর বিষয়টি সম্পর্কে পুলিশ সুপার জানিয়েছেন, তিন যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
নিহত তৃণমূল নেতা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় দক্ষ সংগঠক ছিলেন। এখন তিনি পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ও পুরুলিয়া জেলা সম্পাদক পদে ছিলেন। এই ঘটনার পেছনে রাজনীতির যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ও দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া আসেন বরাবাজারে।