রাজ্যের খবর

শহিদ দিবসে তৃণমূল কংগ্রেস বিজয়োত্সব পালনের প্রস্তুতি নিচ্ছে : মমতা

Trinamool Congress preparing to celebrate Vijayotsav on Martyrs' Day: Mamata

The Truth Of Bengal :  তৃণমূল কংগ্রেসের কাছে বরাবরই একুশের আবেগ কাজ করে।উল্লেখ্য,বাম আমলে একুশে জুলাই আন্দোলনকারীদের গুলি করে মারা হয়।সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহিদ তর্পণ করেন।প্রতিবারের মতোই এবারও ধর্মতলায় শহিদ দিবস উদযাপন করার প্রস্তুতি চলছে।সেই শহিদ দিবসেই লোকসভা নির্বাচনের বিজয় দিবস পালন করা হবে।শনিবার কালীঘাটে বৈঠকের পর একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, এই জয়ের উদ্‌যাপন হবে আগামী ২১ জুলাই।

ওই দিন তৃণমূল শহিদ দিবস পালন করে থাকে। লোকসভার বিপুল সাফল্যের জন্য সেদিন   বিজয়োৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস । মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দেন,  ‘‘২১ জুলাই আমাদের শহিদ তর্পণের দিন। এই জয় শহিদদের উদ্দেশ্যে অর্পণ করব।আর জয় বাংলার মানুষকে উত্সর্গ করা হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।যাতে এবারের শহিদ স্মরণ দিবস ঐতিহাসিক চেহারা পায়।বুথ থেকে ব্লক,জেলা থেকে রাজ্য সর্বত্র বিজেপি বিরোধী প্রচার আরও জোরদার করার পরিকল্পনা নিচ্ছে তৃণমূল কংগ্রেস।মূলতঃ সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তপোক্ত জনভিত্তি তৈরি করার ওপর গুরুত্ব দিতে চায় এরাজ্যের শাসকশিবির।

Related Articles