রাজ্যের খবর

Lok sabha election 2024: ধর্মরাজ মন্দিরে পূজা দিয়ে জনসংযোগ যাত্রা শুরু মথরাপুরের তৃণমূল প্রার্থীর

Lok sabha election 2024: Trinamool candidate of Mathrapur started public relations journey with worship at Dharmaraj temple

The Truth Of Bengal:  লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতে ধর্মরাজ মন্দিরে পূজা দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন মথরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। 

সামনেই লোকসভা নির্বাচন। সেই উপলক্ষেই বুধবার সকালে বৃষ্টি মাথায় করে নিয়েই চলছে তৃণমূলের নির্বাচনী পদযাত্রা ও জনসভা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে মন্দির বাজার বিধানসভার লক্ষীনারায়নপুর উত্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী পদযাত্রা হয়। তবে বুধবার সকালে মেঘলা আকাশ থাকলেও সেই বৃষ্টিকে একপ্রকার উপেক্ষা করেই বাপি হালদারের সমর্থনে মথুরাপুর লোকসভায় চলে নির্বাচনী পদযাত্রা ও প্রচার।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সকাল সকাল ধর্মরাজ মন্দিরে পূজা দিয়েই লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যাত্রা শুরু করলেন মথুরাপুরের ভূমিপুত্র মথরাপুর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় বাপি হালদার। তিনি পায়ে হেঁটে লক্ষীনারায়নপুরের বিভিন্ন গ্রামগুলি ঘুরে দেখেন। এলাকার মানুষের সাথেও তিনি কথা বলেন, তার সাথেই তাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তাদের কাছে আবেদন ও অনুরোধ করেন যেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

Related Articles