lok sabha election 2024: সকাল সকাল ভোট দিলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী
lok sabha election 2024: Trinamool candidate of Darjeeling voted in the morning

The Truth of Bengal: শুক্রবার সাত সকালে ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। এদিন সকাল ৭টা নাগাদ শিলিগুড়ির মার্গারেট স্কুলে ভোট দিলেন তিনি। এবং ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। দার্জিলিং লোকসভা কেন্দ্রে তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপির বিদায়ী সাংসদ রাজু বিস্তা। ভোট দেওয়ার পর তিনি দার্জিলিংয়ের বিভিন্ন বুথে পরিদর্শনে যান। সকাল থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন তিনি।
Shri Gopal Lama, our MP candidate from Darjeeling Lok Sabha constituency, sets a great example by casting his vote bright and early!
His commitment to civic duty and democracy is truly inspiring.
Let’s follow his lead and make our voices heard at the ballot box today! pic.twitter.com/bpPdkQlodF
— All India Trinamool Congress (@AITCofficial) April 26, 2024