রাজ্যের খবর

বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী

Trinamool candidate Mukutmony Adhikari has submitted nomination papers for the Assembly by-election

The Truth Of Bengal :  নদিয়া, মাধব দেবনাথ : রানাঘাট দক্ষিণ বিধানসভা উপ নির্বাচনে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ডাঃ মুকুটমনি অধিকারী। বৃহস্পতিবার সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন মুকুটমনি।

প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ১৭ হাজার ভোটে BJP এর টিকিটে জিতেছিলেন মুকুটমনি। কিন্ত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে মুকুটমনিকে হারতে হয় প্রায় ৩২ হাজার ভোটে। এবার সেই ব্যবধান ঘুচিয়ে এই কেন্দ্রে এবার জেতাই চ্যালেঞ্জ BJP থেকে তৃণমূলে আশা তৃণমূল প্রার্থী মুকুটমনির। যদিও নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে তিনি বলেন, BJP এর বিধায়ক হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। ওই কেন্দ্রে BJP সাংসদ কোনো কাজ করেনি। তাই মানুষ তাকে ভোট দেবেন ও তিনি বিপুল ভোটে জিতবেন। তবে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে মুকুটমনির নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করেননি, প্রথমেই দলীয় কর্মীদের সাথে নিয়ে শুরু করেন বৈঠক, এরপর কিভাবে রাজনীতির ময়দানে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করেন।

তারপর থেকেই দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করে দেন। বাজার জনবহুল এলাকা সহ বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছান এবং জেতার জন্য আশীর্বাদ নেন। যদিও রানাঘাট দক্ষিণ বিধানসভা মতুয়া অধ্যুষিত, লোকসভা নির্বাচনে তার প্রভাব যথেষ্টই পড়েছিল বিজেপির উপরে, যার কারণে বিজেপি সাংসদ- জগন্নাথ সরকার প্রায় ১ লক্ষ ৯০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবার আরো একবার চ্যালেঞ্জের মুখে মুকুটমনি অধিকারী। বিজেপি প্রার্থী ঘোষণা করলেও হেভি ওয়েট প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি। তাই এই উপনির্বাচনে জয়লাভ যে নিশ্চিত সেটা একপ্রকার মুকুটমণির হাসি দেখে বোঝা যাচ্ছে।

Related Articles