রাজ্যের খবর

বিধাসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় তৃণমূল-বিজেপির পোস্টার যুদ্ধ

Trinamool-BJP poster war in Bankura ahead of assembly elections

Truth Of Bengal: হিন্দু ইস্যুতে বিজেপির দেওয়াল লিখনের শ্লোগান কপি পেস্ট করে এবার পাল্টা খোঁচা দিয়ে পোস্টার তৃনমূলেরও, বিধানসভা নির্বাচনের বহু আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ

হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি। এবার বিজেপির সেই দেওয়াল লিখনের ভাষাতেই তৃনমূল পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে। মঙ্গলবার বাঁকুড়া শহরের মাচানতলা ও পুয়াবাগান এলাকায় তৃনমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দুদলের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় শুরু করে হয়েছে তার প্রস্তুতি। সম্প্রতি বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেয় বিজেপি। হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদলের আবেদনও জানানো হয় বিজেপির ওই দেওয়াল লিখনে। যা নিয়ে বিতর্ক তৈরী হয় রাজনৈতিক মহলে।

এবার সেই বিতর্কের মাঝেই বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃনমূল। আজ বাঁকুড়ার এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় এবং বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃনমূল। পোস্টারে সেই হিন্দু ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি কটাক্ষ করা হয়েছে।

কোনো পোস্টারে এ রাজ্যে কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী না থাকার বিষয় তুলে ধরা হয়েছে আবার কোনো পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করেছে তৃনমূল। বিজেপির দেওয়াল লিখনের পর তৃনমূলের এই পোস্টার নিয়েও বাগযুদ্ধ শুরু হয়েছে বিজেপি ও তৃনমূলের মধ্যে।

বিজেপির দাবী, তাদের শ্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃনমূল। এই পোস্টারই প্রমাণ করছে তৃনমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক। তৃনমূলের পাল্টা দাবী, বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই। সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে।

Related Articles