ভোট পরবর্তী সন্ত্রাসে ভাঙরে আক্রান্ত তৃণমূল
Trinamool affected by vandalism in post-poll terrorism

The Truth Of Bengal : ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত ভাঙর। মারধর করা হলো দুই তৃণমূল কর্মীকে। একাধিক তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙরের উত্তর কাশিপুর থানার মাঝেরহাট এলাকায়।
মাঝেরহাট এলাকার তৃণমূল কর্মীরা গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া-দাওয়া করতে গিয়েছিল রাতে। ফেরার সময় দুজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় । পাশাপাশি বাকিদেরকে গ্রামের ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় জমায়েত করে আইএসএফ । এছাড়া এই ঘটনায় আহত তৃণমূল কর্মীদের জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে উত্তর কাশিপুর থানার সামনে আসে তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ দলীয় কর্মীরা। প্রসঙ্গত এই ঘটনায় তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ মোট দুজনকে থানায় বসিয়ে রাখা হয়। তবে এই ঘটনার খবর প্বেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশকর্মীরা । পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তবে এই ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।
উল্লেখ্য , যদিও আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে।তাঁরা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল তুলে দায় এড়াতে চাইছে।ভাঙড়ের মাঝেরহাট এলাকায় অশান্তির খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তত্পরতা জারি আছে। পাশাপাশি এই ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা ।