রাজ্যের খবর

ত্রিকোণ প্রেমের জেরে, বিষ খেয়ে আত্মঘাতী প্রথম প্রেমিক

Trikon is the first lover who commits suicide due to love triangle

Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: ত্রিকোণ প্রেমের জেরে বিষ খেয়ে আত্মঘাতী প্রথম প্রেমিক, ঘটনায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ মৃতের পরিবার ও প্রতিবেশীদের। ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালানাগীন কদমবস্তি এলাকায়। মৃত ওই যুবকের নাম অচিন্ত্য মজুমদার (২০)। বাড়ি ইসলামপুর থানার দাড়িভিটের কালীনগর এলাকায়।

স্হানীয় সূত্রে জানা গিয়েছে অচিন্ত্য মজুমদার ও পূর্ণিমা সরকারের সাথে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এরপর ওই মেয়ের সমস্ত যাবতীয় খরচ বহন করছিলেন প্রেমিক অচিন্ত্য মজুমদার। সব কিছুই ঠিকঠাক চলছিল। এরেই মধ্যে পূর্ণিমার জীবনে আরেকটি ছেলে আসে। বিষয়টি জানতে পেরে দুই জনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। অভিযোগ গত মঙ্গলবার সকালে অচিন্ত্য মজুমদারকে ফোন করে ডেকে ওই যুবতী । এরপর ও তার দ্বিতীয় প্রেমিককে সাথে নিয়ে প্রথম প্রেমিক অচিন্ত্য কে মারধর করে বলে অভিযোগ। এরপর বাড়িতে এসে বিষ খেয়ে নেই ছেলেটি।

এরপর পরিবারের সদস্যরা অচিন্ত্য মজুমদারকে নামে ওই যুবককে অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই প্রেমিকার বাড়িতে গিয়ে শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুর করে মৃত যুবকের পরিবারের সদস্যদের পাশাপাশি স্হানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ওই যুবতীর মাকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহত যুবকের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Related Articles