রাজ্যের খবর

বন্যা কবলিত জাঙ্গিপাড়া পরিদর্শনে পরিবহনমন্ত্রী সেহাসিশ চক্রবর্তী

Transport Minister Sehasish Chakraborty visited flood affected Jangipara

Truth Of Bengal: হুগলী, রাকেশ চক্রবর্তী: দামোদরের অতিরিক্ত জল ছাড়ার কারণে ভয়ংকর ভাবে বন্যা কবলিত হয়ে পড়ল জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকা। বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়া হুগলির যোগাযোগ ব্যবস্থা। বিগত সাত থেকে আট বছরেও এত পরিমাণে জল দেখেনি গ্রামবাসীরা। রাজবলহাট এক এবং রাজবলহাট দুই প্লাবিত বিস্তীর্ণ এলাকা, প্লাবিত হয়েছে রশিদপুরের বিস্তীর্ণ এলাকা, জলে প্লাবিত হয়েছে আখনা গ্রাম। জলের তোরে ফাটল দেখা দিয়েছে মূল বাঁধের দুই জায়গায়।

পুলিশ প্রশাসন এবং সেচ দপ্তরের কর্মীরা বাঁধের ফাটল মেরামতির কাজে হাত লাগিয়েছে। ফলে জোর কদমে চলছে বাঁধ মেরামতির কাজ। বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন সাধারণ গ্রামবাসীরাও। বন্যা কবলিত এলাকার মানুষদের আশ্রয় হয়েছে ত্রান শিবিরে ও স্থানীয় স্কুলে। ত্রাণ শিবিরে দুই বেলা গ্রামবাসীদের জন্য খাবার ও জল পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে।
আজ বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। বন্য কবলিত এলাকায় আটকে যাওয়া এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করতে রাজ্যের পরিবহনমন্ত্রী নিজে যান তার বাড়িতে স্পিড বোর্ডে করে। পরিবহন মন্ত্রী উনাকে উদ্ধার করতে যাওয়ায় আপ্লুত সেই গর্ভবতী মহিলা।

পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বন্যা পরিদর্শনে গিয়ে জানান ডিভিসি পরিকল্পনা করে যদি জল ছাড়ে, মাঝে মাঝে বা খেপে খেপে যদি জল ছাড়া হয় তাহলে এইভাবে প্লাবিত হয় না, তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী অনেকবার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যে খেপে খেপে জল বা ধীরে ধীরে জল ছাড়তে, কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কথায় কর্ণপাত করেনি। যেভাবে ডিবিসি জল ছাড়ছে নতুন করে অনেক গ্রাম প্লাবিত হয়ে যাবার আশঙ্কা রয়েছে।