রেক পয়েন্টে ত্রুটির কারনে হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্য যাত্রীরা
Train movement disrupted on Howrah-Bandel branch due to fault at rake point, daily commuters suffer

The Truth Of Bengal: বুধবার সকাল থেকেই হাওড়া-ব্যান্ডেল শাখায় বন্ধ ট্রেন চলাচল। এতে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হয়েছে নিত্য যাত্রীরা।
সূত্রের খবর, বুধবার সকাল থেকেই হাওড়া-ব্যান্ডেল শাখাতে ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে দাবি, হাওড়া স্টেশন ঢোকার মুখে ৬৪ নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ। যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধোকা বন্ধ রয়েছে। যদিও পূর্ব রেল সূত্রের খবর, সমস্যাটি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা হবে। এই পরিস্থিতির জেরে ইতিমধ্যেই ২২ টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
[ আরও পড়ুন ঃ
আমেরিকায় জাহাজের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাট সেতু
আমেরিকায় জাহাজের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাট সেতু
]
এদিকে রেল সুত্রে আরও জানা গেছে, ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস খালি অবস্থাতে ৬ নম্বর প্লাটফর্ম থেকে ঝিল রোডের কার্শেডে যাচ্ছিল। ওই লাইনের ৯০ নম্বর পয়েন্ট ফেটে যায় ও সেই দুর্ঘটনার জেরে ১-৬ সবকটি প্লাটফর্ম ট্রেন ধোকা বন্ধ হয়ে যায়। পাশাপাশি তিনি আরও দাবি করেন এই মুহূর্তে ১-৫ নম্বর প্লাটফর্মতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। যদিও ঘটনার জেরে ২২ টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সপ্তাহের কাজের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতির কাজ চলছে। খুব শিঘ্রই পরিসেবা স্বাভাবিক হবে।