পূর্ব বর্ধমানের মিরছোবা দামোদর কোল্ড স্টোর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২
Tragic road accident in Mirchoba Damodar Cold Store area of East Burdwan, 2 dead

The Truth Of Bengal: সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারি বাস ধাক্কা মারতেই একজন ঘটনাস্থলেই মারা যায়, এবং পালিয়ে যায় বাসটি। ঘটনায় আরো একজন গুরুতর আহত বলে জানা গেছে। একটি ডাম্পার কে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল সরকারি বাসের সাথে। পাশাপাশি ডাম্পারটি একটি গ্যাস ট্যাঙ্কর-কে ধাক্কা মারে। ডাম্পার চালককেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে পৌছায় বর্ধমান থানার পুলিশ। গ্যাস কাটার দিয়ে কেটে ডাম্পারের ড্রাইভার কে উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য। পরবর্তীকালে জানা যায় এই ঘটনার মধ্যে দুইজন এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেছেন। এই নিয়ে শোকাহত গোটা এলাকা, পরবর্তীকালে আরও জানা যায় দ্বিতীয় একটি বাইককে ধাক্কা দেয়। কিন্তু এই বাইকটার মালিক ও চালক দেবাশীষ রায়ের যদিও কিছু হয়নি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রথম বাইকের আরোহীর।