রাজ্যের খবর

সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১

Tragic road accident at 7 am, 1 dead

Truth Of Bengal: সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। মঙ্গলবার সকালে এমনই ঘটনা ঘটে, গোঘাটের উল্লাসপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে মুড়ি কিনতে বেরিয়েছিল এলাকার বয়স ৪৮ এর মাসকুড়া বিবি নামের মহিলা। স্থানীয়দের দাবি, রাজ্য সড়কের উপর একটি ব্রিজ পেরোতে গেলে একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।

ঘটনার পরেই স্থানীয়রা লরির চালক ও খালাসিকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।  ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, আরামবাগ- শাওড়া রাজ্য সড়কে উল্লাসপুরে একটি খালের উপর ব্রিজ রয়েছে। যা অতি সংকীর্ণ, একাংশের দাবি, রাজ্য সড়ক ১২ ফুটের হলেও ব্রিজ ৮ ফুটের। সেই ব্রিজ দিয়েই বাস, লরি সহ দিনে হাজার হাজার গাড়ি চলে। প্রায় সেখানে দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। ব্রিজ চওড়া করার দাবিতে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই এদিন দুর্ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে।

Related Articles