বীরভূমে শুরু ঐতিহ্যবাহি পাথরচাপুরি মেলা, জনসংযোগ নিয়ে চিন্তিত কমিটি
Traditional Patharchapuri fair starts in Birbhum, committee concerned about public relations

The Truth Of Bengal: বীরভূমের, পার্থ দাস: ৯ চৈত্র ইংরেজির ২৩ শে মার্চ শনিবার থেকে শুরু হল বীরভূমের সিউড়ির ১৩২ তম পাথরচাপরীর দাতাবাবা ঐতিহ্য পাথরচাপুরি মেলা। এই মেলার উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ মেলা কমিটির সদস্যরা।
এই মেলাতে প্রতি বছর বহু মানুষের সমাগম ঘটে। মেলাকে ঘিরে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই দাতাবাবার মাজারে আসে চাদর চড়িয়ে তাদের মনস্কামনা চেয়ে নিতে। কিন্তু এবছর তা অন্যরকম চিত্র দেখা গেল দাতাবাবার মাজারে। অন্যান্য বছরগুলিতে খুব ভিড় হয়। কিন্তু এবারে এমন দিনে মেলা শুরু হয়েছে একদিকে রয়েছে রোজা মাস অপরদিকে লোকসভা নির্বাচন, আর সেই কারণেই এবারে দাতাবাবার মেলাতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না।
প্রথম দিনেই খুব কম সংখ্যক মানুষ লক্ষ্য করা যায় এই পাথর চাপুরি মেলাতে। মূলত বীরভূম জেলার মানুষ ছাড়া ও বর্ধমান আউসগ্রাম কেতুগ্রাম সহ ভিন রাজ্য থেকেও মানুষ ছুটে আসে কেউ কেউ আবার মানসিক পূরণের জন্য পায়ে হেঁটে দাদার বাবার মাজারে পৌঁছান। কিন্তু এবারের নির্বাচন ও রোজা মাস থাকার জন্য সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না তবে মেলা কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এই দাতা বাবার পাথর চাপুরি মেলা উপলক্ষে। থাকার জায়গা খাওয়া-দাওয়ার ব্যবস্থা একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে দাতাবাবার মেলাকে ঘিরে প্রচুর দোকানদার লাভের আশায় মুখ দেখতে দোকানের পশুরা সাজিয়ে প্রতিবছর তারা বসেন বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন খেলা সৌখিনতা জিনিসের দোকান। কিন্তু এবারে রোজা মাস থাকার জন্য সেরকম ভিড় ভর্তা না হওয়ার জন্য তারাও এখন চিন্তার মধ্যে রয়েছে।