রাজ্যের খবর

টাওয়ারের ব্যাটারি চুরির পর্দা ফাঁস, গ্রেফতার আরও ৪

Tower battery theft case exposed, 4 more arrested

Truth Of Bengal: বিগত কয়েক মাস ধরে হুগলি গ্রামীণ পুলিশের গুরাপ, ধনেখালি, পাণ্ডুয়া, পোলবা, হরিপাল সহ পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারি থানা এলাকা থেকে একের পর এক বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল।

সেই মামলায় গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়। এরপরেই গুরাপ থানার আধিকারিক বাপি হালদারের নেতৃত্বে সেই দল কয়েকদিন আগে চালক সহ একটি গাড়ি আটক করে। সেই গাড়িতেই উদ্ধার হয় ব্যাটারিগুলি।

নিজস্ব চিত্র

গ্রামীণ পুলিশের ডিএসপি (ডি এণ্ড টি) প্রিয়ব্রত বক্সি সাংবাদিক বৈঠক করে জানান, ব্যটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে। এরপর ওই চালককে জিজ্ঞাসাবাদ করেই আরও চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৩ জনের বাড়ি তারকেশ্বর, একজনের পান্ডুয়া এবং আর এক জনের বাড়ি ঝাড়গ্রামে। ওই তিনজনের মধ্যে দুজন বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান।

এই ঘটনায় ডিএসপি বলেন, ব্যাটারিগুলি সঠিক পদ্ধতিতে খুলে বের করতে না পারলে বিস্ফোরণ ঘটত। তাই টেকনিশিয়ানরা ওই কাজে সাহায্য করত। এরপর ধৃতদের আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles