বাড়িতেই খুন টোটোচালক! আটক স্ত্রী ও তার প্রেমিক
Toto driver murdered at home! Wife and her lover arrested

Truth Of Bengal: সোমবার রাতে নিজের বাড়িতে খুন হলেন বছর একান্নর টোটোচালক। এমনই ঘটনা ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার গোপালনগর চক গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম গৌতম হালদার। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ ওই টোটোচালককে খুনের পিছনে তার স্ত্রী রয়েছে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে তার প্রেমিকের সাথে মিলে নিজের স্বামীকে খুন করেছে। এরপর আত্মীয় ও প্রতিবেশীরা তার দেহকে উদ্ধার করতে পুলিশকে খবর দেয়। তারা এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রেমিক ও ১৪ বছরের পুত্রকে আটক করেছে।
জানা যায়, স্ত্রী মল্লিকার সঙ্গে গৌতমবাবুর দীর্ঘদিন ধরেই নানান সমস্যা চলছিল। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মল্লিকার এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক চলছিল।সেই নিয়েও তাদের বাড়িতে দুজনের মধ্যে প্রতিনিয়ত অশান্তি চলতে থাকে। তা নিয়ে স্থানীয় পঞ্চায়েত সালিশি সভাও বসেছিল। তাতে অবশ্য কোন লাভ হয়নি।
এমন অবস্থায় সোমবার রাতে নিজের বাড়িতে ফেরার পর আচমকাই খুন হয়ে যান গৌতমবাবু। এরপর তার দেহ উদ্ধার হলে দেখা যায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের। আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে গৌতমবাবুর স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে। আটক করা হয়েছে ১৪ বছরের মেয়েকেও। তবে এই ঘটনার সম্পূর্ণ তথ্য জানতে পুলিশ এই বিষয় নিয়ে আরও খতিয়ে দেখছে।