রাজ্যের খবর

“শহর পরিচ্ছন্ন রাখতে রাতে হবে জঞ্জাল সাফাই” জানালেন স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি

"To keep the city clean, garbage will be cleaned at night," said the State Urban Development Authority

The Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : পরীক্ষামূলকভাবে ৬৬ টি শহরে শুরু হবে রাতে জঞ্জাল সাফাইয়ের কাজ জানাল স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি।

পিসিএ নেই বসিরহাট। ইতিমধ্যে জঞ্জাল সাফাইতে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বসিরহাট পৌরসভা। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ইতিমধ্যেই এই প্রজেক্টে ৫৩০ জন কাজ করছে। আমরা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আগামী দিনে প্লাস্টিক রিসাইকেল করে যাতে অন্য কোন সামগ্রী তৈরি করা যায়। সেই সাথে কিছু প্লাস্টিক যেগুলো অন টাইম ব্যবহার হয় সেগুলোকে আমরা ব্যান্ড করার চেষ্টা করছি। সবমিলিয়ে বসিরহাট পৌরসভা পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী।

Related Articles