ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল! মিনাখা-কুলতলিতে আক্রান্ত মহিলা ঘাসফুল কর্মীরা
TMC Workers became the Victim of violence after the vote at kultali and Minakhan

The Truth Of Bengal: ভোট পরবর্তী হিংসা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুর এলাকার ঘটনা। সক্রিয় তৃণমূল কর্মী বাপ্পা মন্ডল এ বছর নির্বাচনের কাজে কর্মরত ছিলেন। গত রবিবার রাতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি হঠাৎই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তার ওপর।
তার মাথায় এলোপাতাড়ি বাঁশ দিয়ে মারা হয়। এর পরই ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি কর্মী অচিন্ত্য সদ্দার ও জয়ন্ত সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। তৃণমূলের অভিযোগ বাপ্পা মন্ডল কে মেরে ফেলার পরিকল্পনা করেছিল বিজেপি।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপি। অন্যদিকে কুলতলীর গোপালগঞ্জেও আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা। মাকে বাঁচাতে এসে আক্রান্ত হয় মেয়ে। তৃণমূলের মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মা ও মেয়ে।