রাজ্যের খবর

ফের খুন তৃণমূল কর্মী, বেলঘরিয়ায় ছড়িয়ে উত্তেজনা

TMC worker shot dead in Belgharia

Truth Of Bengal: ফের খুন তৃণমূল কর্মী। এবার বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনালে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, নিহত ওই তৃণমূল কর্মী হলেন রেহান খান। এদিন সকালে তাঁর দেহ বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন ওই যুবক। অভিযোগ  সেইসময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।  এরপরেই মাটিতে সে লুটিয়ে পড়ে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয়। দ্রুত অভিযুক্তকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী কারণে খুন তা এখন স্পষ্ট নয়। দলীয় কর্মীদের জিজ্ঞাসাবাদ করা চলছে।

Related Articles