রাজ্যের খবর

ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে মিলল বাঘের পায়ের ছাপ, সতর্কবার্তা বনদফতরের তরফে

Tiger footprints found again in Belpahari, Jhargram, warning issued by the Forest Department

Truth Of Bengal: ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ। মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে বনদফতর। শুক্রবার সকালে ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আমঝর্ণা, আমলাশোল,কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে যায় বন বিভাগের আধিকারিক ও কর্মীরা।

সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ভুলাভেদা রেঞ্জ এর পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচার করা হচ্ছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি  জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

বন দফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে, ওই এলাকার ঝাড়খন্ড রাজ্যের সীমানা লাগুয়া জঙ্গলে শুক্রবার একটি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। তাই নিজেও সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক থাকার জন্য জানাবেন। একদিকে ঘন কুয়াশা তারই মধ্যে ফের বেলপাহাড়ি থানার ওই জঙ্গলে বাঘ চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট  চিন্তায় পড়েছেন। বাড়িতে থাকা গবাদি পশুকে বাড়ির উঠোনে বেঁধে রাখতে হয়েছে।

তাই ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। ওই বাগদি পুরুলিয়া লড়াইকা পাহাড় থেকে  ঝাড়খন্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করেছিল। সেখান থেকে শুক্রবার সকালে ফের বেলপাহাড়ি থানার ঝাড়খন্ড সীমানা লাগুয়া জঙ্গলে এসে প্রবেশ করেছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও উমর ইমাম সহ অন্যান্য আধিকারিকরা।

Related Articles