রাজ্যের খবর
Trending

পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট

Thunderstorm activitiy South Bengal

The Truth Of Bengal : পঞ্চম দফা ভোটের দিন জেলা জুড়ে কমলা সর্তকতা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি।বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া।ব্যারাকপুর জুড়ে মুষলধারে বৃষ্টি। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ।

ঘন অন্ধকারে মুড়ে গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। শিলা বৃষ্টি চলছে।ভোটের দিন এই বৃষ্টির জেরে প্রভাব পড়লো ভোটগ্রহণে। সকালের দিকে যে ভিড় ছিল বিভিন্ন বুথে তা এখন ফাঁকা। বৃষ্টির জেরে শান্ত আবহা ব্যারাকপুরে। রাজনৈতিক উত্তাপ হাওয়া।কাঁচরাপাড়ার একাধিক এলাকায় জল জমেছে।

ভোটের দিন প্রবল বর্ষণে স্তব্ধ জনজীবন ।বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকায় ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের ক্যাম্পগুলি কার্যত লণ্ডভণ্ড। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড় বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। এদিকে বৃষ্টি শুরু হয় কল্যাণী ও হাওড়াতেও।

Related Articles