রাজ্যের খবর
শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর তিনটি গাড়ির সংঘর্ষ, আহত কয়েকজন
Siliguri-Jalpaiguri National Highway Accident

The Truth of Bengal: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, এদিন একটি সরকারি বাস যাত্রী বোঝাই বাস কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল। তখনই জিয়াগঞ্জ এলাকায় উল্টো দিক থেকে একটি চার চাকা গাড়ি চলে আসায় রাস্তার উপরেই ব্রেক কষে দাঁড়িয়ে যায় বাসটি। সেই সময় পিছনে থাকা একটি গ্যাসের ট্যাঙ্কার চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে। সেই গাড়িটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা মারে।
এই ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।