রাজ্যের খবর

নবমীতে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার কবলে, মৃত তিন, তালিকায় বছর উনিশের এক তরুণীও

Accident in Nadia

The Truth of Bengal: অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বেশ কয়েকটি জেলায় একাধিক মোটবাইক দুর্ঘটনা ঘটেছিল। বাদ গেল না নবমীর রাতও। ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর, নাম বর্ণালী দাস (১৯)। ঘটনাটি ঘটেছে, নদিয়ার প্রতাপুর কৃষিণগ়্জ থানা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, নবমীর সন্ধেতে প্তাপপুর থেকে মাজদিয়ায় অটো করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বর্ণালী। সেই সময়ই পিছন থেকে একটি ট্রাক্টর এসে অটোটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে জখম হন অটোচালকসহ সমস্ত যাত্রী। গুরুতর জখম হন দুই তরুণী। তাঁদের প্রথমে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে স্থানান্তর করা হয় শক্তিনগর হাসপাতালে। সেখানেই মারা যান বর্ণালী।

অন্যদিকে, নবমীতেই ধানতলা থানা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে রানাঘাটেও একাধিক পথ দুর্ঘটনার খবর মিলেছে। জেলার বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের অনেককেই রানাঘাট মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়েছে।

Related Articles